তিনটার আগেই চট্টগ্রামের নিউমার্কেট আন্দোলনকারীদের দখলে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-08-03 15:18:23

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কয়েকশ' শিক্ষার্থী সেখানে জড়ো হয়েছেন। অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার পৌনে ৩টার দিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে এসে জড়ো হন। তাদের সঙ্গে নানা শ্রেণি-পেশার মানুষও রয়েছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে মোড়ের পাঁচ দিকের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আশেপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখনো দেখা যাচ্ছে না। 

এর আগে বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে সারাদেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুন করার অভিযোগ তোলে সেটির প্রতিবাদে ও ৯ দফা দাবিতে শনিবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়েকরা।

এ সম্পর্কিত আরও খবর