বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরা। এসময় কয়েকজন অভিভাবকের হাতে ঝাড়ু দেখা যায়।
শনিবার (৩ আগস্ট) দুপুর ৩টায় রাজধানীর রামপুরা বিজ্রে শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়। এসময় তারা নান ধরনের স্লোগান দিতে থাকেন।
পরে তারা রাজধানীর বাড্ডা-রামপুরা সড়কে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশ্য রওনা হয়। এ সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে যায়।
এর আগে, খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।