শিক্ষার্থীদের বুকে গুলি চালালে পুলিশের সন্তানদের পাঠদান না করানোর হুঁশিয়ারি দিয়েছেন নরসিংদীর শিক্ষকরা। নরসিংদীসহ সারাদেশে শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবীতে করা বিক্ষোভ মিছিলে নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা এ হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (৩ আগষ্ট) দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের পৌর শিক্ষা চত্ত্বর মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন শিক্ষকরা।
এসময় শিক্ষকরা দাবী করেন, সারাদেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবী মেনে নেয়ার বিপরীতে তাদেরকে দমন-নিপীড়ন করে দমানো যাবে না। অবিলম্বে এই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোন শিক্ষার্থীদের উপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচী দেয়া হবে। পুলিশ যদি আর কোন শিক্ষার্থীদের বুকে গুলি করে তাহলে আর কোনো পুলিশের সন্তাদের পাঠ দান করাবে না বলেও জানান শিক্ষকরা।
এসময় নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাদিরা সুলতানা, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মোয়াজ্জেম হোসেন, ন্যাশনাল কলেজের পরিচালক আরিফ পাঠান, শিক্ষক মইনুল হক মিরু সহ বিভিন্ন সরকারী-বেসরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে নরসিংদী সরকারী কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।