ময়মনসিংহে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, নাট্যজন, চিকিৎসক, শ্রমিক নেতা, বেসরকারি শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। এতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহের অলিগলি।
শনিবার (৩ আগষ্ট) দুপুর ২টায় নগরীর টাউন হল মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজার, গাঙ্গিনাপাড়, দুর্গাবাড়ী, কাচারি সড়ক হয়ে ফের টাউন হলে গিয়ে শেষ হয়। আন্দোলনরতদের কবিতা আবৃত্তি, গান, বক্তব্য আর শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়েছে ময়মনসিংহের টাউনহল মোড়।
এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমূখ।
বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে সমন্বয়করা বলেন, দাবি পূরণ না হওয়া আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে সব শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহন করেছে। আমরা তাদের অভিবাদন জানাই এবং আন্দোলন শেষ না হওয়া পযর্ন্ত পাশে থাকার আহবান জানাই।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে নগরীতে যানবাহন চলাচল ছিল অতি নগন্য। নগরীর অভ্যান্তরের বেশির ভাগ সড়ক ছিল বন্ধ। সীমিত আকারে খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
অপরদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে নগরীর কোন সড়কেই পুলিশ, বিজিবিসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। সর্বত্রই ছিল সুনশান নিরবতা।