নরসিংদীতে শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলাখানা মোড়ে গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) বিকেলে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা জেলখানা মোড়ে জড়ো হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার ও প্লাস্টিকের ঝুড়িতে আগুন দিয়ে অবরোধ করে দেয়।
এসময় আন্দোলনকারীরা দাবি জানান, সারাদেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার বিপরীতে তাদেরকে দমন-নিপীড়ন করে দমানো যাবে না। অবিলম্বে এই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোনো শিক্ষার্থীদের ওপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এসময় বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কয়েক হাজার মানুষ ছিলেন।