চট্টগ্রামে তিন ঘণ্টা পর ভাঙল আন্দোলনকারীদের জনস্রোত

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-08-03 18:32:01

প্রায় তিন ঘণ্টা ধরে অবস্থানের পর চট্টগ্রামের নিউমার্কেট থেকে সরেছেন আন্দোলনকারীরা। এরপর গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা সরে যান। এরপর মিছিল নিয়ে টাইগারপাস হয়ে জিইসির দিকে যান। এর আগে নিউমার্কেট মোড়ে চট্টগ্রামের স্মরণকালের অন্যতম বড় সমাবেশ করেন তারা।


সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট মোড়ের যেদিকে চোখ যায় সেদিকেই মানুষ আর মানুষ। শনিবার বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই সমাবেশের সময় যত গড়ায় ততই মানুষের ভিড় বাড়তে থাকে। সমাবেশটি উত্তরদিকে আমতল, পশ্চিমে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং পূর্বে কোতোয়ালী থানা মোড় পর্যন্ত ছড়িয়ে যায়। সমাবেশ শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণিপেশার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও দেখা গেছে। সেখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দেন। গোলচত্বরে বক্তব্য দেন সমন্বয়কেরা।

এর আগে শনিবার আড়াইটা থেকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে এসে জড়ো হন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে মোড়ের পাঁচ দিকের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখনো দেখা যায়নি। পাশের কোতোয়ালি থানার সদরগেটও বন্ধ ছিল।


এর আগে বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে সারাদেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুন করার অভিযোগ তোলে সেটির প্রতিবাদে ও ৯ দফা দাবিতে শনিবার বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়েকরা।

এ সম্পর্কিত আরও খবর