রংপুরে প্রতিবাদী গান ও মোমবাতি প্রজ্জ্বলন করে শোক ও দ্রোহ প্রকাশ

, জাতীয়

Sajid Sumon | 2024-08-03 21:36:51

রংপুরে সরকার পতনের ১ দফা ১ দাবি নিয়ে শহীদ মিনার চত্বরে দেশাত্মবোধক প্রতিবাদী গান, কবিতা পাঠ ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তীব্র শোক ও দ্রোহ প্রকাশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩ আগস্ট) বিকেল ৫ টায় রংপুর টাউন হল চত্ত্বরে এই কর্মসূচি আয়োজন করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত  শিক্ষার্থী, অভিভাবক  সাংস্কৃতিককর্মী ও স্বজনরা যোগদেন।

শুরুতেই দেশাত্মবোধক গানে সকলে সুর তোলেন। পরেই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা।
প্রায় দুই হাজার জনতা জমায়েতে কানায় কানায় ভরে ওঠে টাউনহল চত্ত্বর৷

এসময় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগানের পাশাপাশি সরকারের পতনের ১ দফা দাবি করেন। তারা আরও বলেন, এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নাই। যে সরকারের ক্ষমতার গুলিতে শিক্ষার্থীদের রক্ত, যে সরকার নির্বিচারে মানুষকে মিথ্যা মামলায় গ্রেফতার করছে সেই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তাই আমরা ৯ দফা দাবির পরিবর্তে ১ দফা দাবি নিয়ে সরকার পতন বিদায়ের মধ্য দিয়েই আমরা ঘরে ফিরবো।

এ সম্পর্কিত আরও খবর