প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর ১০টি জায়গায় নামার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (০৩ আগস্ট) রাতে সংগঠনটি এ ঘোষণা দেন।
জায়গাগুলো হলো- শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, টেকনিক্যাল, মিরপুর ১০, রামপুরা, তেজগাঁও, ফার্মগেট, পান্থপথ, যাত্রাবাড়ী, উত্তরা।
এসব জায়গায় সবাইকে সকার সাড়ে ১০টার মধ্যে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।