কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় রোববার (৪ আগস্ট) সব ধরনের ভিসা এবং মার্কিন নাগরিকদের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ আগস্ট) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্কিন দূতাবাস আগামীকাল রোববার সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে। তবে আগামীকালের সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হবে।
যারা জরুরি ভ্রমণ করতে চান তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com -এ গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন।