৩৩ বছরের পুরনো স্কুলটি বন্ধ কেন জানতে চান হাইকোর্ট

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | 2023-08-08 03:21:32

নারায়ণগঞ্জের সদর থানার কিল্লারপাড় এলাকার ৩৩ বছরের পুরনো ড্রেজার জুনিয়র হাইস্কুলটি বন্ধ করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্কুলটি বন্ধ করে শিক্ষার্থীদেরকে শিক্ষার অধিকার বঞ্চিত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং অনতিবিলম্বে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে হবে।

রিটে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং নারায়ণগঞ্জের ড্রেজার অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

আদালত রুলের পাশাপাশি অন্তবর্তীকালীন আদেশও দেন। আগামী ২ সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও নারায়ণগঞ্জের ড্রেজার অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে স্কুলটি বন্ধের কারণ ব্যাখ্যা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর