ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ পরিভস্থিতিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিরাপদে ঘরে থাকার জন্য অনুরোধ করা হলো।