সিলেটে নিহতের সংখ্যা বেড়ে ৫

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-08-05 02:08:24

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন।

রোববার (৪ আগস্ট) দিনভর উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩), শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮), নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নজমুল ইসলাম, তরাইল গ্রামের আলাদ্দিনের ছেলে মিনহাজ আহমদ (২৬), পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে গউছ উদ্দিন (২৯)।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুদর্শন সেন তাজ উদ্দিন ও সানি আহমদের নিহতের বিষয়টি নিশ্চিত করেন। অপর নিহত নাজমুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করেন তার পিতা তৈয়ব আলী।

এছাড়াও গোলাপগঞ্জে সংঘর্ষে মিনহাজ আহমদ ও গৌছ উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।

তিনি বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ৬২ জন চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের জরুরী বিভাগে রোগীর চাপ বেড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালুকদার রাত ১২টার বার্তা২৪.কমকে খুদে বার্তায় বলেন, থানা থেকে এখনো সঠিক তথ্য আসেনি। এলে জানানো হবে।

এর আগে রোববার আন্দোলনকারীরা পৌর শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সকাল ১১টার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাধারণ মানুষও আক্রান্ত হন। পরে আন্দোলনকারীরা লাশ নিয়ে শহরে মিছিল করে। 

এ সম্পর্কিত আরও খবর