বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরে গুরুতর আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।
সোমবার (৫ আগস্ট) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, দুপুরে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হন তায়েবুর রহমান টিপু। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার নিওরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, রোববার দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুর কার্যক্রম শুরু করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া শুরু।
এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে ত্রীমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ ও সাংবাদিকসহ আহত হয় কমপক্ষে ৫০ জন। যার অধিকাংশই মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।