অবৈধ মোবাইল জব্দ, ১৯ লক্ষ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 06:31:24

অনুমোদনহীন ও অবৈধ মোবাইল ব্যবসার সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সহ ১৯ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজা মোতালিব প্লাজা ১২ টি দোকানে অভিযান চালায়। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও র‍্যাপিড একশন ব্যাটালিয়ন এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এই অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৭০০ অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়। অবৈধভাবে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত থাকায় আদালত ১৯ লক্ষ টাকা জরিমানা ও ২টি দোকান সিলগালা করে দেয়। এছাড়াও ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে জব্দকৃত মোবাইল হ্যান্ডসেট সমূহ হচ্ছে শাওমি আইফোন এইচটিসি স্যামসাং সনি আসুস এবং লেনোভো।

বিটিআরসি সূত্র জানায়, অবৈধ মোবাইল হ্যান্ডসেট এর বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর