১/১১-এর মতো সামরিক সরকার মানবে না বলে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৫ আগস্ট) সামাজিক সাইট টেলিগ্রামে এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ তথ্য জানায়।
টেলিগ্রামের পোস্টে বলা হয়, ছাত্র-নাগরিক ১/১১ এর মতো সরকার মেনে নেবে না। হুঁশিয়ার, সাবধান!
এ ঘোষণা দিয়ে তারা সবাইকে শাহবাগে মার্চ করার আহ্বান জানান।
ঘোষণায় আরো বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন সেনাপ্রধান। কিন্তু আগামীর বাংলাদেশের ঘোষণা দেবে রাজপথের ছাত্র-জনতার মঞ্চ।
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘোষণায় জানায়, রোববার থেকে সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ পালন করা হবে। এরপর রোববার এক ঘোষণা জানানো হয়, সোমবার ঢাকা অভিমুখে লংমার্চ করে ঢাকা আসতে বলা হয়। এসময় সবাইকে রাজধানী ঢাকার শাহবাগ এসে জড়ো হতেও বলা হয়।