অন্তবর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-05 17:11:42

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।

সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  

সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

এ সম্পর্কিত আরও খবর