গণভবনে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্রসহ ও ইলেক্ট্রনিক পণ্য নিয়ে যাওয়ার পাশাপাশি গণভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে পূর্বঘোষিত লং মার্চের উদ্দেশ্যে আসা ছাত্রজনতা গণভবনে প্রবেশ করে। পরে তারা গণভবন থেকে সব আসবাবপত্রসহ সরিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
সরেজমিনে দেখা যায়, গণভবনের ভেতরে বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। আন্দোলনকারীরা গণভবন থেকে জামাকাপড়, জায়নামাজ, সিসি ক্যামেরা, আলমারি, সোফা, লাইট, ফ্যান, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, পানির ফিল্টার, মাছ, ফলমূল, সোফা, চেয়ার, টেবিলের বিভিন্ন অংশসহ নানা পণ্য নিয়ে গেছে।
এর আগে, শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন। এ খবরে ঢাকার রাজপথে আনন্দে মেতেছেন আন্দোলনকারীরা।