দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজি মুহাম্মদ মহসিন কলেজ দখল করে নিয়েছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসময় তারা সেখানে থাকা ছাত্রলীগের ব্যানার ফেস্টুন ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেয়।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে চকবাজার এলাকায় অবস্থিত এই দুটি কলেজ দখল করে নেয়।
সরেজমিনে দেখা যায়, নারায়ে তকবির স্লোগান দিয়ে বিভিন্ন দিক থেকে কয়েকটি মিছিল নিয়ে কলেজ দুটিতে প্রবেশ করে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। এসময় তারা চট্টগ্রাম কলেজের বন্ধ থাকা হোস্টেল গুলোর তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এবং ছাত্রলীগের ব্যানার ফেস্টুন নামিয়ে আগুন ধরে দেয়।
একইভাবে পাশে থাকা হাজি মহসিন কলেজেও প্রবেশ করে তারা। এসময় অনেককে মিষ্টি ও চকলেট বিতরণ করে 'শিবিশ শিবির' বলে স্লোগান দেয়।
স্বাধীনতার পর থেকে কলেজ দুটিতে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের দখলে ছিল। ২০১৬ সালের সালের ১৫ ডিসেম্বর দখলে নেয় ছাত্রলীগ। সর্বশেষ আজ পুনরায় ছাত্রশিবির কলেজ দুটি দখল করেছে।