বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকারের রূপরেখা না আসা পর্যন্ত জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
সংবিধান থেকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোর পুর্নগঠন না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান থাকবে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ হাসান।
তিনি বলেন, এই দিনটি আমাদের কাঙ্ক্ষিত দিন। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সংবিধান থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক কাঠামো সবকিছুর পুনর্গঠন করতে হবে।
দেশের সকল স্তরের মানুষের উদ্দেশে নাহিদ আরও জানান, এই সুযোগে দেশজুড়ে যেন লুটপাটের সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না করার আহ্বানও জানান তিনি।
সারজিস আলম জানান, আমাদের আজকের এই দিনটির জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ। আজকে সকালে ঢাকা মেডিকেল, চানখারপুলে আমাদের সমন্বয়কের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছে। তবে শেষ পর্যন্ত আমাদের দেশে ফ্যাসিবাদের উৎখাত হয়েছে। আর এর জন্য বাংলাদেশের মানুষকে ক্রেডিট দিচ্ছি।