কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
সোমবার (৫ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান।
মাওলানা মামুনুল হক বলেন, দু-একদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার ঘোষণা দেওয়া হবে। বর্তমানে রাষ্ট্রপতি দেশ পরিচালনা করবে। মাঠে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী।