বাসভবনে ভাংচুর-আগুন: সব রেখে পালালেন নিজাম হাজারী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-08-06 00:27:02

শেখ হাসিনার পদত্যাগ ঘোষণার পর ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে সাধারণ মানুষ। এর আগে বাড়িতে সব সম্পদ রেখে অন্যত্র সরে যান নিজাম হাজারী।

সোমবার (৫ আগস্ট) বিকালে শহরের মাস্টারপাড়া এলাকায় নিজাম হাজারীর সবকয়টি বাসায় হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ দুপুর থেকে মাস্টারপাড়ায় এমপি নিজাম হাজারীর ভোট কাছারী, পুরাতন বাড়িতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শত শত জনতা শতকোটি টাকার আলিসান বাগান বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সাধারণ মানুষকে বাগানবাড়ী থেকে যে যার মতো করে গরু, টাকা পয়সা, আসবাপত্রসহ সবকিছু নিয়ে যেতে দেখা গেছে।

এছাড়া শহরের বাঁশপাড়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের কার্যালয়, পিটিআই স্কুল, ফেনী পৌরসভা, স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ফেনী মডেল থানা, দাগনভূঞা-ছাগলনাইয়া থানা ও শহরের আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ প্রতিবেদন লেখাঅব্দি ফেনীতে থমথমে বিরাজ করছে। রাস্তায় রয়েছে সাধারণ মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানে জ্বলছে আগুন।

এ সম্পর্কিত আরও খবর