২ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া সম্ভব: পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-09-01 03:06:05

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দেশের রেল খাত উন্নয়নে আরও সহযোগিতা করতে চায়। এডিবির এক রিপোর্টে উঠে এসেছে, সংস্কার করতে পারলে বর্তমান ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ছয় ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় যাওয়া সম্ভব।’

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশের সাথে বৈঠক শেষে পরিকল্মপনা মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ এডিবির সর্বোচ্চ ঋণ গ্রহণ করেছে। এর পরিমাণ ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। আর ভারত সেখানে ঋণ নিয়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।‘

এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ বলেন, ‘বাংলাদেশ সরকারের উন্নয়নের  উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে এডিবির উন্নয়ন প্রকল্পগুলোর অর্থ ছাড় খুবই ভাল। ফলে দেশের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের হারও সন্তোষজনক।’

ভবিষ্যতে এডিবির অর্থায়নে বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মনমোহন প্রকাশ।

এ সম্পর্কিত আরও খবর