রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পার্থ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-07 19:21:12

জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তিনটি গাড়ি নিয়ে প্রবেশ করেন তিনি।

বিজেপির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের অগ্নিকাণ্ডের মামলায় ৫ দিনের রিমান্ড ভোগ করে কারাগারে ছিলেন পার্থ। সরকার পতন হলে রাষ্ট্রপতি নির্বাহী আদেশে তিনি মুক্তি পান।

এ সম্পর্কিত আরও খবর