কোটা সংস্কারের দাবির আন্দোলনে গিয়ে শহীদ সাগর আহমেদের (২১) নামে শহীদ সাগর চত্বর ও একটি সড়কের নামকরণ করেছে বালিয়াকান্দি বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) রাতে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সংগঠনটির একাধিক সদস্য।
তারা জানান, কোটা সংস্কার আন্দোলনে গিয়ে সাগর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এরপর তাকে নিজ জন্মস্থানে দাফন সম্পন্ন করা হয়। আজ বিকালে বালিয়াকান্দি বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের একাধিক সদস্য শহীদ সাগরের বাড়ী যান এবং তার বাবা-মা ও স্বজনদের সাথে সাক্ষাৎ করেন। এরপর সংগঠনের সদস্যরা তার কবর জিয়ারত করেন।
সাগরের স্মৃতি রক্ষায় তারা বালিয়াকান্দির ওয়াপদাকে ‘শহীদ সাগর চত্বর’ এবং নারুয়া-বালিয়াকান্দি ওয়াপদা সড়ককে শহীদ সাগর সড়ক নামকরণ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে বালিয়াকান্দিবাসীর জন্য এক বার্তায় তারা বলেন, প্রিয় বালিয়াকান্দিবাসী, আমাদের দেশ এই মুহূর্তে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রুশিয়াল মোমেন্টে দেশের স্বাভাবিক ভাবমূর্তি ধরে রাখা সবার দায়িত্ব। তাই কোথাও ভাঙচুর, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলা করবেন না এবং কাউকে করতে দিবেন না। আর আমাদের হিন্দু ভাই যারা সংখ্যায় কম, তাদের ওপর যেন কোনো অত্যাচার, অন্যায় না করা হয়, সে বিষয়ে সবাই বিশেষ ভাবে তৎপর থাকবেন। বিশ্ব রাজনীতির প্লাটফর্মে আমাদের দেশকে কোনো ভাবেই একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিতি পাইতে দেওয়া যাবে না। সবাই আমাদের সাহায্য করুন। আমরা সবাই মিলেই আমাদের দেশকে আদর্শ গণতান্ত্রিক দেশে পরিণত করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, শহীদ সাগর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। সে মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে পুলিশের গুলিতে শহীদ হন।