বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:19:22

বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত  সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনায় হয়েছে।

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার পরে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দায়িত্ব নেওয়ায় পর তাঁর সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ।

প্রায় ঘণ্টাঘানেক আলোচনার পর বেরিয়ে এসে মিলার জানান, গণতন্ত্র সুরক্ষা, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে সামরিক সরাঞ্জাম বিক্রির প্রস্তাবও দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন সব বিষয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ভাবে এগিয়ে নিতে চায় সরকার। তবে সবার আগে বাংলাদেশ চায় বঙ্গবন্ধুর পলাতক খুনী রাশেদ চৌধুরীকে ফেরত আনতে।

পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে মিলার দেখা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও। দ্বিতীয় দফায় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় তাঁকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।

 

এ সম্পর্কিত আরও খবর