কর্মস্থলে ফেরেনি তেজগাঁও থানা পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-08 23:01:38

২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব ইউনিটে যোগদান করে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। আল্টিমেটাম শেষ হলেও কর্মস্থলে ফেরেনি তেজগাঁও থানা পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে তেজগাঁও থানা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, অন্ধকারআচ্ছন্ন অবস্থায় পরে আছে তেজগাঁও থানা। নেই কোন পুলিশ সদস্য। এমনকি নেই নিরাপত্তারক্ষীও। থানার সামনেই পরে আছে দূর্বৃত্তদের হামলায় ভেঙে ফেলা দেয়ালের ইটের স্তুপ।

এদিকে এর আগে গত বুধবার (৭ আগস্ট) বিকাল ৪টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব ইউনিটে যোগদানের নির্দেশ দেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। নির্দেশনা অনুযায়ী আজ সন্ধার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরতে বলা হয় পুলিশ সদস্যদের।

সে সময় দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে  সহিংসতায় পুলিশের উপর আক্রমণের জন্য পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাষী, অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। একটি শূন্যস্থান হয়তো তৈরি হয়েছে। তবে সেটি পূরণে আমরা কাজ শুরু করেছি। আশা করছি অচিরেই এই পরিস্থিতির পরিবর্তন হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে কাজে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।’

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ‘ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সব কিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।’

তিনি সবার সহযোগিতা আহ্বান করেন। পুলিশের থানাগুলোকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিকসহ জনসাধারণকে সঙ্গে নিয়ে একটি নাগরিক নিরাপত্তা কমিটি করার নির্দেশ দেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর