চুয়াডাঙ্গায় রাত জেগে দোকান পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-08-09 06:09:43

চুয়াডাঙ্গায় রাত জেগে দোকান পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা

চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা সংকটকালে নিয়েছেন এক অনন্য উদ্যোগ। নিজেরাই করছেন নিজেদের জান-মালের রক্ষা। দিন-রাত জেগে দিচ্ছেন পাহারা। সচেতন মহল বলছেন, চুয়াডাঙ্গার ব্যবসায়ীদের এই উদাহরণ হতে পারে অন্যদের জন্য মডেল।

খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে উদ্ভূত পরিস্থিতিতে চুয়াডাঙ্গাতেও পুলিশের কর্মবিরতি চলছে। চার দিন জেলার আইনশৃঙ্খলায় কোনো বাহিনী নেই। এরই মধ্যে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও চাঁদাবাজি করছে। এমন অবস্থায় চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তায় নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা শহরের সদর থানার সামনে স্বর্ণপট্টিতে রাত জেগে পাহারা দিতে দেখা যায় ব্যবসায়ী ও কারিগরদের। একই চিত্র দেখা গেছে, শহরের বেশ কয়েকটি স্থানে।

সচেতন মহল বলছেন, এটি ব্যবসায়ীদের অনন্য উদাহরণ। একজন স্বৈরাচারী সরকারের পতনের পর চলমান উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীদের এমন দায়িত্বশীলতা মডেল হতে পারে, সব এলাকার জন্য। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়, ততদিন গ্রাম থেকে শহরে সব স্থানে একত্রিত হয়ে নিজেরাই নিজেদের জানমালের রক্ষা করতে হবে।

সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘আজকে দেখলাম। ভালো লেগেছে, আমরা দায়িত্ব নিতে শিখছি। এভাবেই নিজেরা একত্রিত হতে হবে। এক হয়ে কাজ করতে হবে।’ অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘আমাদের সচেতন হতে হবে। আমাদের আমাদেরকেই চিনতে হবে। প্রতিবেশী, নিজ এলাকার মানুষ এক হয়ে নিজেদের জান-মালের রক্ষা করতে হবে।’

স্বর্ণ শিল্পী সমিতির এক নেতা নিজাম উদ্দীন বলেন, ‘থানার সামনে থেকেও এখন নিরাপত্তা নেই। পুলিশের দেখা মিলছে না। তাই নিজেদের জান-মাল রক্ষায় নিজেরাই মাঠে নেমেছি। অধিক গুরুত্বপূর্ণ এই স্থানের দায়িত্ব নিয়ে আমরাই পাহারা দিচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর

right arrow