তারুণ্য-অভিজ্ঞতার সংমিশ্রণই দেশকে রিপ্রেজেন্ট করে: আসিফ মাহমুদ

, জাতীয়

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-09 12:39:51

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারের পঁচিশ থেকে পঁচাশির যে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ হয়েছে, সেটিই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসিফ মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আশা করি আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের সেই দাবি গুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবো।   

বিশ্ববিদ্যালয় পরিচালনা ব্যবস্থার ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যায়, অনিয়ম নিয়ে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা ৫/৬ বছর ধরে ক্যাম্পাসে এসব নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু আমরা এখন সরকারে আছি আমরা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটা এখনো সিদ্ধান্ত হয় নি। হয়তো আজকে জানতে পারব।

এ সম্পর্কিত আরও খবর