সাতক্ষীরায় মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-08-09 14:09:21

সাতক্ষীরার দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে নানীর সাথে শিশু আলী হাসান নানা বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) তাদের ধাক্কা দেয়। এতে শিশু আলী হাসান ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়া তার নানী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি। দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর