বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে আপন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত মো. আবুল বাশার (৪৫) উপজেলা সদরে ব্যবসা (মোবাইলফোন রিচার্জ, বিকাশ ও নগদের দোকান) করতেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় ঘটনা ঘটে।
মোহাম্মদ আবুল বাশার উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত মতিউর রহমান সিকদারের ছেলে। সে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
আবুল বাশারের স্ত্রী তানিয়া জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার স্বামীকে কল দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে আসতে বলেন। কিন্তু এরপর অনেক সময় পার হলেও তার স্বামীর মোবাইল বন্ধ পাওয়া যায়। এতে তার মনে সন্দেহ তৈরি হয়। তিনি একটি টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন।
বাড়ির সামনের সড়কে গেলে তানিয়া দেখেন তার স্বামী মাঠের পানিতে পড়ে আছে। তৎক্ষণিক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে দেখেন তার ঘারের ওপর লোহার দেশীয় অস্ত্র (সাড়াশি) গেথে আছে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানিয়া আরও জানান, তার ভাশুর (স্বামীর বড় ভাই) সিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে তাদের। এর জেরে ভাশুর সিদ্দিকুর রহমান ও তার ছেলে মুছা মিলে তানিয়া ও তার স্বামীকে মারধর করেছে। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়, পরে পারিবারিক সমঝোতায় ওই মামলা তুলে ফেলা হয়।
তিনি আরও বলেন, সিদ্দিকুর রহমান, তার ছেলে মুছা ও মেয়ে জামাই সোহেল এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এসময় তার (স্বামীর) সঙ্গে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের কয়েকটি মোবাইল ও নগদ টাকা লুট করা হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিকুর রহমান ও তার ছেলে মুছার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা উপজেলা আমির মো: শামীম আহসান জানান, ‘আবুল বাশারের ভাই সিদ্দিকুর রহমানের সাথে অনেক আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল। এর সূত্র ধরেই আবুল বাশারকে হত্যা করা হয়েছে। এটি পূর্ব পরিকল্পিত। আমরা চাই আইনের মাধ্যমে সঠিক তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘গতকাল রাতে আমি হাসপাতালে গিয়েছিলাম। লাশ ময়নাতদন্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’