চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন ১৬ থানার মধ্যে ১১ থানায় সেবা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। আগামীকাল আরও চারটি থানার কার্যক্রম শুরু হওয়া কথা রয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সেনাবাহিনী ও আনসার সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দেন।
সন্ধ্যায় বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
সিএমপি যে ১১ থানায় কার্যক্রম শুরু: চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর থানা।
অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বার্তা২৪.কমকে বলেন, আজকে আমাদের ১১টি থানায় সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। এখন থেকে কেউ অভিযোগ বা মামলা নিয়ে আসলে পুলিশ সেসব থানায় সেবা দিবেন। সিএমপি চারটি জোনের ডিসিরাও থানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ফিরেয়ে আনতে কাজ করছেন।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে আরও চারটি থানার কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে। এরমধ্যে রয়েছে হালিশহর, ডবলমুরিং, কোতোয়ালী (থানা প্রাঙ্গণে) ও ইপিজেড থানার নিউমুরিং ফাঁড়ি। এছাড়া পতেঙ্গা থানার জন্য নতুন ভবন খোঁজা হচ্ছে।
থানাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম স্বাভাবিক করতে সেনাবাহিনী-আসনার সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করছেন বলেন যোগ করেন সিএমপির এই মুখপাত্র।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বার্তা২৪.কমকে বলেন, ‘আমাদের থানায় অনেক কিছু ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কারের চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই থানায় রয়েছি। আজ থেকে আমাদের সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। আমরা থানা পুলিশ সেবা দিতে প্রস্তুত। তবে মানুষের কাছে খবরটি না পৌঁছায় কেউ থানায় অভিযোগ বা মামলা নিয়ে আসেনি।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এতে প্রায় ভেঙে পড়ে পুলিশি ব্যবস্থা।