কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-23 12:16:48

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে তার এক্স-রে ও রক্ত পরীক্ষার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আশ শনিবার তাকে হাসপাতালে নেওয়া হলো। খালেদা জিয়ার জন্য হাসপাতালে একটি কেবিন রেডি করা হয়েছে এবং তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেখানে তাকে দেখবেন বলে জানিয়েছেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল। তিনি আগেই জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষের আবেদনে তার জন্য বিএসএমএমইউতে একটি কেবিন তার জন্য তৈরি করা হয়েছে। হাসপাতালে কেবিন ব্লকের ওই ৫১২ নম্বর কক্ষেই অবস্থান করছেন খালেদা জিয়া। এর আগে কড়া নিরাপত্তায় শনিবার বেলা ১১টা ১০ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের ‘বিশেষ কারাগার’ থেকে কালো রঙের একটি গাড়িতে করে বের করা হয় তাকে। ওই গাড়ির সামনে পেছনে কারা কর্তৃপক্ষের দুটি গাড়ি ছাড়াও রয়েছে র‌্যাবের কড়া পাহারায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এজন্য বিএসএমএমইউ সংলগ্ন শাহবাগ মোড়ে পুলিশের প্রিজন ভ্যান ও জলকামানের গাড়িও সকাল থেকে মোতায়েন করা হয়ে। শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল আজইখালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্যবিএসএমএমইউ-এ নেয়া হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছিল না। এর আগে শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব বলেছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো নয় তবে তার মনোবল শক্ত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎককে দিয়ে করানোর দাবিও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর