সেনা-বিজিবির সহায়তায় খুললো সাতক্ষীরার ৬ থানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-08-10 16:54:29

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পলায়নের পর জনরোষ থেকে বাঁচতে থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায় বাংলাদেশের বিভিন্ন থানার পুলিশ সদস্যরা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ শেষে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী ও বিজিবির সহয়তায় বিভিন্ন থানায় কার্যক্রম শুরু করা হয়েছে। এই ধারাবাহিকতায় সাতক্ষীরায় ৮ টি থানার মধ্যে ৬টি থানার কার্যক্রম চালু হয়েছে বলে জানায় বিজিবি।

শনিবার (১০ আগস্ট) কলারোয়া থানা অডিটোরিয়ামে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সমন্বয়কদের নিয়ে এক মতবিনিময় সভায় এই কথা জানান সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফ।

সভাশেষে অধিনায়ক লে. কর্নেল আশরাফ বলেন, কলারোয়া থানায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সকলের সঙ্গে কথা বলে আমি মনে করছি থানার পুলিশ সদস্যরা নিরাপদ। এখন পুলিশ সদস্যরা নিরাপদ বোধ করছেন কিনা সেটি তারা বলবেন।

এছাড়া জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান, বিদ্যুৎ ব্যবস্থা স্বচল না হওয়ায় চালু করা যায়নি সদর থানা ও শ্যামনগর থানা। তবে আমাদের পর্যাপ্ত পরিমান জনবল রয়েছে। তাই, থানাগুলো যেকোন সময়ে চালু হবে। থানার নিরাপত্তার জন্য কোথাও সেনাবাহিনী, কোথাও বিজিবি রয়েছে।
তবে সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি তিনি জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সার্বিক সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর