লুটপাটে জড়িত থাকায় লালমনিরহাটে চার যুবদল নেতা বহিষ্কার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-08-10 20:38:46

দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে চাঁদাবাজি ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলার দায়ে লালমনিরহাটের চার যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কারের দেখানো হয়েছে।

বহিষ্কার পত্রে উল্ল্যেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া,সাধারণ সম্পাদক,৩নং ওয়ার্ড মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদল,ইমরান হোসেন, সহ-সভাপতি ৪ নং ওয়ার্ড মহানগর ইউনিয়ন যুবদল,জবেদ আলী, সহ-সভাপতি ১নং ওয়ার্ড যুবদল ( হাড়িভাঙ্গী) মহেন্দ্রনগর,জুয়েল মিয়া সদস্য ২নং ওয়ার্ড ( চাঁদনী বাজার বটতলা) মহেন্দ্রনগ যুবদল-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ,৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ভাংচুর ও সহিংসতা ছড়িয়ে পরলে লালমনিরহাটেও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ীকে ফোন দিয়ে ও বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়। এসব সুনির্দিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুজ্জামান আনিস বার্তা২৪.কমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। কোন অরাজকতা মেনে নেওয়া হবেনা। আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে সজাগ রয়েছি।

এ সম্পর্কিত আরও খবর