গণহত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে জাতিসংঘে চিঠি পাঠাবে বিএনপি: মির্জা ফখরুল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-08-10 20:53:45

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শতাধিক ছাত্র জনতাকে মারার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি দিয়ে আহ্বান জানাবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১০ আগস্ট) এক জরুরী সংবাদ সম্মেলনে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বলে, যে আন্দোলনের মাধ্যমে আমরা আজ স্বাধীনতা পেয়েছি সেই আন্দোলনে শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা জাতিসংঘের কাছে চিঠি পাঠাবো।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে দেশ ও দেশের বাহিরের কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। যা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। তবে বিগত কয়েকদিনে আমাদের দেশে সাম্প্রদায়িক কোনো সংঘাত সৃষ্টি হয়নি।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানানোর জন্য বিদেশে কর্মরত যে ৫০জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে বিদেশে আমাদের যে ৫০ জন শ্রমিককে আন্দোলনে সমর্থন জানানোর জন্য বন্দি করেছে তাদের মুক্তির জন্য আমরা সরকারকে আবেদন করবো।

 

এ সম্পর্কিত আরও খবর