চট্টগ্রামে ভোররাতে আবাসিক হোটেলে ডাকাতের হানা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-08-11 17:09:27

চট্টগ্রাম নগরীর লালদীঘির কে সি দে সড়কে অবস্থিত হোটেল সাউদিয়া নামের একটি আবাসিক হোটেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১১ আগস্ট) ভোররাত পাঁচটার দিকে একদল ডাকাত ওই হোটেলে হানা দিয়ে ভাঙচুর করে ক্যাশ থেকে টাকা লুট করেন। ওই সময় বাঁধা দিতে আসলে ডাকাতেরা হোটেলের নিরাপত্তারক্ষীকে মারাত্মকভাবে আহত করেন।

হোটেল সাউদিয়ার ম্যানেজার শাকিল আহমদ বলেন, ভোররাতে একদল দুর্বত্ত টেম্পু ও সিএনজিচালিত অটোরিকশা করে এসে হোটেলের নিচে অবস্থান নেয়। পরে তারা হঠাৎ করে হোটেলের নীচতলার গেট ভেঙে ওপরে উঠে পড়েন। পরে আমাকে জিম্মি করে ক্যাশে থাকা টাকা লুট করেন। এরপর হোটেলের বোডারদের খুঁজে ২৬টি রুমের দরজা, জানালা ভেঙে তচনছ করে ফেলে। সামনে যা পেয়েছে তাই নিয়ে গেছে। তাদের বাধা দিতে আসলে নিরাপত্তারক্ষী শাহ আলমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হোটেল সাউদিয়ার মালিক মাহমুদ আলম পান্না। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখেছি হোটেলে হানা দেওয়া দুর্বৃত্তরা ৩০ থেকে ৪০ বছর বয়সী। তাদের হাতে অস্ত্র, লোহার হাতল ও হকিস্টিক ছিল। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর