রং তুলির আঁচড়ে শোভা পাচ্ছে নরসিংদীর বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল

, জাতীয়

শরীফ ইকবাল রাসেল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2024-08-12 13:52:59

কিছুদিন আগেও নরসিংদীর বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বাড়ির দেয়ালগুলো বিভিন্ন পোষ্টার আর বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের লেখা দিয়ে ভরা ছিল, অতিরিক্ত নোংরা হওয়ায় কারোর নজর যেত না, কিন্তু সেই দেয়ালগুলোই মানুষ এখন দাঁড়িয়ে থেকে দেখছেন। ছাত্র জনতার অবদান, নানা শিক্ষামূলক বাক্যে আর দুর্নীতির বিরুদ্ধে ও  অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা।

রোববার (১১ আগষ্ট) দুপুরে সরেজমিনে নরসিংদী সরকারী কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, কিছু শিক্ষার্থীদের হাতে রং তুলি। আপন মনে একে চলেছে একের পর
এক দৃশ্য।  আবার কেউ আঁকছে ছাত্র আন্দোলনের প্রতিবাদী নানা দৃশ্যও।

নরসিংদীর ন্যাশনাল কলেজের তাসমিয়া রহমান মিম নামের এক শিক্ষার্থী জানান, আমি নরসিংদী সরকারী কলেজের দেয়ালে একটি প্রতিবাদী ছবি এঁকেছি। যাতে
পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা দেখে দেশ প্রেমে উজ্জীবিত হয়। তারা নিজেদের টিফিনের ও হাত খরচের টাকা থেকে রং আর তুলি সহ অন্যান্য উপকরণ কিনে নিচ্ছে। এখন যে জেনারেশনটা তৈরি হচ্ছে সেটায় যেন তারা সচেতনভাবে থাকতে পারে।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাবের জানান, আমাদের নরসিংদীতে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ তাওহিদ। আমরা তাকে স্মরনে রাখার জন্য তার
ছবিও একেছি। এছাড়া জুলাই ৩১এর সাথে আগস্টের ৫ যোগ করে ৩৬ জুলাই মানে ৩৬ দিনে একজন স্বৈরশাসককে বিতারিত করায় এই দিনটি স্মরনে রাখার জন্য  আলপনা আকা হয়েছে। এছাড়া দুর্ণীতি মুক্ত, ঘুষ মুক্ত অফিস আদালত করার বিষয়েও দেয়াল লিখন চলছে।

এছাড়া গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসরাত জাহান মিতা ও তার বন্ধু ফাহিম, সানজিদা ফারিয়া হোসেন দিপ্তী এবং সারফারাজ হিমেল মিলে মিলে একটি গ্রুপ করে বিগত ৬ আগষ্ট থেকে এই রং তুলির কাজ করে যাচ্ছে। তারা নরসিংদীর সমস্ত জেলায় এই কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে। তারা মনে করে সরকারি প্রতিষ্ঠানে ঘুষ নেয়া হয় এজন্য নতুনভাবে দেশটাকে গড়ার জন্য ঘুষের বিরুদ্ধে লিখছে।

এ সম্পর্কিত আরও খবর