‘ইন্টারনেট বন্ধ নিয়ে রিপোর্ট আজ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-12 12:15:36

ইন্টারনেট বন্ধ নিয়ে আজই রিপোর্ট পাওয়া যাবে, এঘটনায় সাবেক প্রতিমন্ত্রীসহ যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট রয়েছে। যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সে ধারাগুলো পুনর্বিবেচনা করতে হবে। তরুণদেরকে ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। 

আইসিটি উপদেষ্ট বলেন, ‘টেন মিনিট স্কুলসহ যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল, তাদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

তিনি বলেন, একটি দক্ষ জনশক্তি আমাদের আইটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। এর ওপরেই নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশ। এই সেক্টরে কোনোভাবেই অবহেলার বা দুর্নীতির সুযোগ নেই। 

এ সম্পর্কিত আরও খবর