রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য রাহাত মোল্লা কাঞ্চন (২৫)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছোট ছেলে। নিহত কাঞ্চন ফরিদপুর পলিটেকনিকেল ইন্সিটিউটের ইন্টার্নীর শিক্ষার্থী।
সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিহতের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের একাধিক সদস্য জানান, কাঞ্চন তাদের সংগঠনের সক্রিয় সদস্য। রোববার (১১ আগস্ট) রাতে কাঞ্চন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের জানাযার নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, শ্রমিক কল্যান ফেডারেশন রাজবাড়ী শাখার সহসভাপতি খোন্দকার মনির আযম মুন্নু, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমূখ।
উক্ত জানাযার নামাজে বালিয়াকান্দি বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ শরিক হন।