গ্রামীণফোনের সামনে চাকরিচ্যুত ২০২ কর্মীর গণঅবস্থান কর্মসূচি

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-08-13 15:37:18

চাকরিচ্যুত ২০২ কর্মীকে পুনর্বহালের দাবিতে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়।

চাকরিচ্যুত কর্মীরা জানান, সারাদিন তাদের এই কর্মসূচি চলবে। আজকেই শুধু নয়, এই কর্মসূচি প্রতিদিনই চলবে। ‘স্বৈরাচারীর এখন প্রভাব নাই, সকল অধিকার ফেরত চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ,’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা অবস্থান করেন।

কর্মীরা বলেন, ২০১২ সালে শুধুমাত্র ট্রেড ইউনিয়ন আবেদন করার অপরাধে এসব কর্মীকে বেআইনিভাবে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল। তারা গ্রামীণফোন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ‘মামলাবাজ কর্তৃপক্ষ’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, গ্রামীণফোন বারবার আইন লঙ্ঘন করলেও নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হওয়ায় টেলিকম প্রতিষ্ঠানটি বেআইনি কার্যকলাপ চালিয়েই যাচ্ছে।

আন্দোলনকারীরা বলেন, কর্মী ছাঁটাইয়ের নীল নকশা সামনে রেখে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মীর পরিবর্তে সস্তায় তৃতীয় পক্ষ ভেন্ডরের অদক্ষ লোক দিয়ে কাজ করার ফলে দিন দিন নেটওয়ার্ক সেবা ও গ্রাহক সেবার মান আজ তলানিতে ঠেকেছে।

গ্রামীণফোন  জানায়, গ্রামীণফোনের সাবেক কয়েকজন কর্মী কিছু দাবি নিয়ে এখানে এসেছিলেন। গ্রামীণফোন দেশের সকল আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তাদের দাবির বিষয়গুলো আদালতে বিচারাধীন আছে।

এ সম্পর্কিত আরও খবর