তারুণ্যের নতুন রঙে সেজেছে রংপুর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-08-12 20:34:24

আন্দোলন সংগ্রামের ভূমিকায় বিবর্ণ অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নতুন স্বপ্ন এঁকেছে রংপুরের তরুণ প্রজন্ম। দেওয়ালচিত্রের মধ্য দিয়ে তাদের নতুন স্বপ্নগুলো শহরজুড়ে তুলে ধরেছে শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) রংপুর শহরজুড়ে এই কার্যক্রম চালিয়েছে রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বেশকিছু শিক্ষার্থী অংকনের সময় বলেন, আমরা ভাঙতেও জানি, গড়তেও জানি। শ্রীহীন করেছিলাম আমার ভাইে-বোনদের জীবনের দাবি জানিয়ে। যেহেতু দেশ আমাদের, এই নগরী আমাদের তাই এভাবে শ্রীহীন না দেখতে চেয়ে আমরা স্বপ্ন আঁকছি। রং-তুলির ছোঁয়ায় জানান দিচ্ছি আগামীর বাংলাদেশের চিত্র। আমরা আনন্দিত নিজ হাতে স্বপ্নের বাংলাদেশ গড়ার দৃশ্য তুলে ধরতে পেরে।

নগরী ঘুরে দেখা যায়, বাহারি রঙে দেয়াল রাঙাচ্ছেন তারা। শিক্ষার্থীদের সূক্ষ্ম হাতের নিপুণ ছোঁয়ায় কোথাও লিখছেন দেশাত্মবোধক গানের অংশবিশেষ, আন্দোলনের চিত্র,রক্তাত্ত বাই বোনদের দৃশ্য, কোথাও বিদ্রোহী কবির সেই আগ্নিঝড়া কবিতার 'বল বীর, বল বীর, বল উন্নত মম শির' সহ বেশকিছু লাইন,নতুন স্বাধীনতার বিজয় উল্লাস। সব মিলিয়ে সবার মুখেই যেন বিজয়ের হাসি।

এ সম্পর্কিত আরও খবর