ময়মনসিংহে পূর্বানুমতি ব্যতীত সব ধরণের গণজমায়েত নিষিদ্ধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-08-13 01:16:18

ময়মনসিংহে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পূর্বানুমতি ব্যতীত সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওই দিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সর্ব সাধারণকে পূর্বানুমতি ব্যতীত যেকোন ধরণের সভা, সমাবেশ বা মানববন্ধন আয়োজন হতে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

এ সম্পর্কিত আরও খবর