নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিদফতর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2024-08-13 17:01:26

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার সরকার পতনের পর থেকে সারাদেশে ন্যায় নওগাঁতে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের সহায়তা নিয়েই বাজার মনিটরিং করেছেন জাতীয় ভোক্তা অধিদফতর নওগাঁ। শহরের পৌর চাল বাজার, মুরগি বাজার,ডিমের আড়ৎ ও মাছ বাজারসহ বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং করেন তারা।

মনিটরিংয়ের সময় শিক্ষার্থী আরমান বলেন, সাধারণ মানুষের জীবন যাত্রাকে সহজ করতে হলে নিত্যপ্রয়োজনীয় যে জিনিসপত্র গুলো আছে সেগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ইতঃপূর্বে আমরা কয়েকবার বাজারে মনিটরিং করেছি তারপরেও ব্যবসায়ীদের মধ্যে সেভাবে সচেতনতা তৈরি হয়নি। অনেক দোকানি আছে যারা মূল্য তালিকা এখনো তৈরি করেনি এবং দাম যেটা ন্যায্য তার চেয়ে অন্যটা লিখে রেখেছে, সেজন্য আমরা এগুলো পর্যবেক্ষণ করছি। আমরা আরো দেখতে পেয়েছি যে মেয়াদোত্তীর্ণ জিনিসপত্রগুলো অনেক ব্যবসায়ী রেখেছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করছি এবং সেগুলোকে চিহ্নিত করে আলাদা করছি। আমরা শিক্ষার্থীরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি না বরং টিম গঠন করে প্রতিদিন বিভিন্ন জায়গায় যাচ্ছি।

আরেক শিক্ষার্থী শুভ বলেন, আমরা যদি দ্রব্যমূল্যের দাম ঠিকমত রাখতে পারি তাহলে খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। পাশাপাশি বাজারে যেন দুর্নীতি না হয় এজন্য শিক্ষার্থীরা সব সময় তৎপর আছে। আমরা সবার সহযোগিতা চাই কারন আমরা জনগন আমরাই সব।

এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ বার্তা২৪.কমকে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে মাঝখানে আমরা আমাদের অভিযান বন্ধ রেখেছিলাম। আপনারা জানেন যে ছাত্র ভাইয়েরা একটি মহান আন্দোলনে যুক্ত আছে, তারা বাজার মনিটরিং করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। যেহেতু তারা বাজার মনিটরিং করেছেন এবং বাজারে নানা সমস্যা দেখতে পেয়েছেন। বাজারে কিছু সমস্যা আছে যেগুলো তারা নোট করেছে রেখেছে। তাদের দাবির প্রেক্ষিতে আজ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিংয়ে বের হয়েছি। মনিটরিংয়ের সময় বাজারে কিছু দোকানির মাঝে গুরুতর অপরাধ পেয়েছি, আমরা বার বার বলার পড়েও আমাদের কথা শুনছে না, মূল্য তালিকা দিচ্ছেন না বা ক্রয়-বিক্রয় এর ভাউচার সংরক্ষণ করছেন না তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি এবং সামনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার। পড়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় ০৭ জন ব্যবসায়ীকে সর্বমোট ৬,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সম্পর্কিত আরও খবর