খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে হনুমান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-08-13 16:18:22

সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি হনুমান। চোখে মুখে ক্ষুধার চিহ্ন, মুখমণ্ডল পোড়া কালো।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে কলাগাছি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে এ হনুমানটি। এদিকে লোকালয়ে বন্যপ্রাণী আসার খবর ছড়িয়ে পড়লে হনুমানটি এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করছে। বিশেষ করে ছোট বাচ্চারা গভীর আগ্রহ নিয়ে হনুমানটি দেখতে এসেছে।

স্থানীয়রা জানান, এই হনুমানটি কালি মন্দিরে বসে থাকতে দেখা যায়। কালি মন্দিরে হনুমানটি বসে থাকতে দেখে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ছুটে আসতে থাকেন।

মনি মোহন নামের একজন জানান, হনুমানটির চোখে মুখে ক্ষুধার চিহ্ন লক্ষ্য করা যায়। কলা, ভাত বিভিন্ন ফলফলাদি খেতে দিলে খাচ্ছে। যারা দেখতে আসছে, তারা কিছু না কিছু খেতে দিচ্ছে। খাওয়া হয়ে গেলে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে।

এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা অমিতা মন্ডল বলেন, খাবারের খোঁজে বিভিন্ন সময় হনুমান, বানর পথ ভুলে লোকালয়ে চলে আসে। আমাদের উচিত, তাদেরকে সংরক্ষণ করে বনের দিকে ধাবিত করা। তারা বন থেকে ভুল পথে লোকালয়ে দিকে চলে আসছে।

এ সম্পর্কিত আরও খবর