চাকরি স্থায়ীসহ দাবি পূরণের আশ্বাসে আনসারদের আন্দোলন স্থগিত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-08-13 16:54:40

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আন্দোলনরত আনসারদের পাঁচ সমন্বয়ককে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাকরি স্থায়ীকরণের দাবি তুলে ধরেন।

সাধারণ আনসারদের দাবি ছিল বাহিনীর স্মার্ট কার্ডধারী আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। উপস্থাপিত দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দীর্ঘদিনের এই দাবির প্রশাসনিক প্রক্রিয়া একই সঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সকল কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সম্পর্কিত আরও খবর