মাগুরায় এক কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ওই কলাবাগান থেকে প্রায় ৩০ কাঁদি কলা নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক মো. মিটুল হোসেন।
মঙ্গলবার (১৩ আগসট) সকালে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা এই গাছ কাটা ও কলা চুরির ঘটনা ঘটিয়েছে তা নির্দিষ্ট করতে পারেনি ওই কৃষক।
মো. মিটুল হোসেন বলেন, ১৫ বছরের অধিক সময় ধরে এই মাঠে প্রায় ১৬ বিঘা জমি লিজ নিয়ে পাঁচ বিঘার উপরে কলার চাষ করে আসছি। বিকাল তিনটায় মাঠে এসে দেখি প্রায় দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া কাটা গাছ ও অন্যান্য গাছ থেকে প্রায় ৩০ কাঁদি কলা নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। এখন আমি ভয়ে আছি আমার আরো প্রায় এক হাজার গাছ রয়েছে সেগুলো কেটে দেয় কিনা।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।