জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হলেন আবু হেনা মো. আবদুর রহমান খান।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
এছাড়া মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।