কথা রাখলেন ডিসি: চাকরি পেলেন শহীদ ইশমামের বড় ভাই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-08-14 18:11:18

চাকরি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত চট্টগ্রামের লোহাগাড়া সন্তান শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হক। আশ্বাসের দুইদিনের মধ্যে তার জন্য চাকরির ব্যবস্থা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নিজ কার্যালয়ে মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক। চট্টগ্রাম জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছেন তিনি।

এসময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গত সোমবার আমরা চট্টগ্রামের লোহাগড়ার কৃতি সন্তান শহীদ ইশমামের পরিবারের সাক্ষাৎ করি এবং সেখানে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দেই। তারই ধারাবাহিকতায় আজ শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। মুহিবুল জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, শুধু শহীদ ইশমাম নয়, আন্দোলনে শহীদ ও আহত ছাত্রজনতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, আহত ছাত্র-জনতার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের চিকিৎসার পাশাপাশি আমরা আর্থিক সহায়তা দিব এবং তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব।

এসময় শহীদ ইশমামের বড় ভাই নিয়োগপ্রাপ্ত মুহিবুল হক জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। তিনি বলেন, চাকরির আশ্বাস দেওয়ার মাত্র দু'দিনের মাথায় নিয়োগপত্র পেলাম, জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ। ইশমামকে হারিয়ে দিশেহারা আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ।

জেলা প্রশাসকের কার্যালয়ে এসময় আরও উপস্থিত ছিলেন- উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ, লোহাগাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান এবং সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার চানখাঁরপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'মার্চ টু ঢাকা' কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ইশমামুল হক (১৭)। পরে তাকে উদ্ধার করে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

পরদিন (৬ আগস্ট) রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর