রাত জেগে এলাকার নিরাপত্তা দিচ্ছেন লালমাটিয়ার বাসিন্দারা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-14 18:21:36

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এবং মোহাম্মদপুর থানার লালমাটিয়া হাউজিং এলাকা ছিল সরকার পতনের আন্দোলনের রণক্ষেত্র। সকাল থেকে রাত পর্যন্ত এসব এলাকায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলতো। এরপর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ মাঠ ছেড়ে চলে যাওয়ায় এলাকা সুরক্ষিত রাখতে স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নেন। গত ৫ আগস্টের পর থেকেই রাত জেগে এলাকা পাহারা দিচ্ছেন লালমাটিয়ার বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জন তরুণ যুবক এলাকা ভাগাভাগি করে রাত থেকে ভোর পর্যন্ত এলাকা পাহারা দিচ্ছেন। লালমাটিয়া বি, ডি এবং সি ব্লক এলাকায় এসব সেচ্ছাসেবীরা সারা রাত পাহারা দিচ্ছেন। এলাকার লোকজনও তাদের বিভিন্নভাবে সহায়তা করছেন। সেচ্ছাসেবীরা নিজেরাই চাঁদা তুলে খাওয়ার আয়োজনও করছেন। তাদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যেও।

স্থানীয় বাসিন্দা মো. হাসান জানান, এলাকার তরুণ-যুবকদের এই উদ্যোগকে আমরা দারুণভাবে স্বাগত জানিয়েছি। থানায় পুলিশ নেই, রাস্তায় নিরাপত্তা সংকট। এমন মুহূর্তে তাদের এই রাত জেগে পাহারার কারণে আমরা এলাকাবাসী এখন নিরাপদ।

এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক শাওন বণিক জানান, দেশের এই পরিস্থিতিতে আমরা কয়েকজন তরুণ-যুবক মিলে আমরা লালমাটিয়াবাসী নামে একটি সংগঠন করেছি। এটি একটি অরাজনৈতিক এবং সামাজিক সংঘটন। দেশের এই ক্লান্তি লগ্নে আমরা এলাকার বাসিন্দারা মিলে নিজেদের উদ্যোগে সারারাত পাহারা দিয়ে যাচ্ছি। দেশের পরিস্থিতি যতদিন পর্যন্ত ঠিক না হয়, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।

এ সম্পর্কিত আরও খবর