বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরের দিকে জমা দিয়েছেন।
পদত্যাগ পত্রে তিনি লিখেছেন. ‘আমি গত ১৪ ডিসেম্বর ২০২৩ সাল হতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং উক্ত দায়িত্ব পালনে অপারাগ। তাই স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’
কোটা বাতিলের দাবিতে চলা আন্দোলনের এক পর্যায়ে গত ১৭ জুলাই থেকে সারাদেশে মেবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করা হয়। মাঝে খুলে দেওয়ার পর পুনরায় আবারো ইন্টারনেট বন্ধ করা হয়। এর পাশাপাশি সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে তীব্র সমালোচনার শিকার হয় বিটিআরসি। বিশেষ করে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষুদ্ধ হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।
দায়িত্ব নিয়েই তিনি ২৪ ঘন্টার মধ্যে ইন্টারনেট বন্ধের জন্য দায়ি ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দেন। এতে বিটিআরসি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়ি করা হয়েছিল।